“Book Descriptions: দেড় মাসের ট্যুর দিয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতিষ্ঠিত অপরাধ বিজ্ঞান বিভাগের দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনই দূর্ঘটনার মুখোমুখি হলেন ক্রিমিনাল সাইকোলজিস্ট আব্দুল মান্নান। বিভাগের একজন মনোবিদ মোস্তফা জামান নিজ অফিস কক্ষে করেছেন আত্মহত্যা। একজন সিনিয়র প্রফেসর ও মনোবিদ নিজেই আত্মহত্যা কেন করবেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যক্তিগতভাবেই হালকা তদন্তে নামলেন আবদুল মান্নান সাহেব। কিন্তু এরপরেই বেরিয়ে এলো চমকপ্রদ সব তথ্য। এই একজনই শুধু নয়, ঢাকা চট্টগ্রাম মিলিয়ে অনেকেই আত্মহত্যা করেছেন নিজের বাসায় বা অফিসে, এবং প্রত্যেকেই ছিলেন মনোবিদ! আত্মহত্যাই ঘটছে নাকি সবটাই সাজানো? ডাক পড়লো সাবেক পিবিআই অফিসার এবং ভাগ্যের জেরে বর্তমানে তিন মাস ধরে কলাবাগান থানার ওসি পদে বসে থাকা দানিয়ালের। শ্রদ্ধেয় প্রফেসরের অনুরোধ ফেলতে পারলো না দানিয়াল, খতিয়ে দেখতে শুরু করলো আত্মহত্যার কেসগুলো। কিন্তু আসলেই কী এগুলো আত্মহত্যা? কি ঘটছে দুই বছর ধরে গোপনে যে কারণে এতজন মনোবিদ আত্মহত্যা করলেন? কেন পোস্টমর্টেম-এ প্রতিটি লাশের শরীরেই পাওয়া গিয়েছে একই ড্রাগের উপস্থিতি? আত্মহত্যার কিছু দিন আগে কেন সকলেরই আচরণে ঘটেছিল পরিবর্তন? আত্মহত্যাই কী ঘটছে প্রতিবার নাকি খুন করা হচ্ছে মনোবিদদের? ঘাড়ের পেছনে শীতল শিহরণ বয়ে গেল দানিয়ালের এক বছর আগের সিরিয়াল কিলিং কেসের কথা মনে করে। আবার কী আগমন ঘটেছে অদৃশ্য কোনো শত্রুর?... নাকি পুরনো কেউই...!! পাঠক, এত সব প্রশ্নের জবাব পেতে হলে বসে পড়ুন সাইকোলজিক্যাল থ্রিলার "দিমেন্তিয়া"র দ্বিতীয় কিস্তি "অ্যাবসেন্টিয়া" নিয়ে। নেমে পড়ুন দানিয়ালের সাথে আরেকবার অদৃশ্য শত্রুর বিরূদ্ধে দুর্বার লড়াইয়ে।” DRIVE