“Book Descriptions: কলকাতার ইণ্ডিয়ান মিউজিয়মের একতলায় “টেরাকোটা ও মাইনর আর্টস” নামক একটি প্রত্নতত্ত্বের গ্যালারি আছে। একতলায় এই একটি মাত্র গ্যালারির ভিতর ফটো তোলা নিষেধ। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? মিউজিয়ামের একতলায় বাকি সমস্ত গ্যালারিতে ক্যামেরার ছবি তোলার অনুমতি আছে, কিন্তু এই গ্যালারিতে কী এমন আছে যার জন্য ফটো তোলার অনুমতি নেই? কক্ষের ঠিক বাইরে, হলওয়ের অপর পার্শ্বে, বিশাল কাঁচের বাক্সের মধ্যে একটা বেলেপাথরের পেটিকা রাখা, পেটিকার ওপরের পাথরের ঢাকনাটা ফাটা। প্রাপ্তবয়স্কদের জন্য লেখা কল্পকাহিনি “কপিলাবস্তুর কলস” উপন্যাসটি উপরের প্রত্নবস্তুর ইতিহাস ছুঁয়ে গেছে, ইংরেজদের লেখা আমাদের যে ইতিহাস স্কুল-কলেজে পড়ানো হয়েছে তার সম্বন্ধে অনেক প্রশ্ন তুলেছে। ইংরেজরা কি আমাদের ইতিহাসের ফাঁক-ফোকরগুলো ধামাচাপা দিয়ে রেখেছে? আর আমরাও কি চাই না সেই ইতিহাসের ধুলোর নিচে চাপা সত্য উন্মোচিত হোক? হার্ভাডের ছাত্রী রিধিমা বোস কি পারবে সেই অন্ধকার ইতিহাসের ওপর সত্যের আলো ফেলতে? কিন্তু কেন তার প্রাণসংশয়?” DRIVE