“Book Descriptions: প্রিয় বন্ধু সিদ্ধার্থ , যদিও তুমি ইংরেজি ভাষা ইংরেজের মতোই বলিতে ও লিখিতে শিখিয়াছ , তথাপি এই চিঠিখানি বাংলাতেই লিখিলাম , আমার ই সুবিধার খাতিরে - আমি ইংরেজি জানি না। এখন সুস্থিরচিত্তে একটি সৎ পরামর্শ গ্রহণ করিবে কি ? তোমার শ্রীবৃদ্ধি বিষয়ে আমি সন্দিহান নহি । তোমার বিচারবুদ্ধি , ভুয়োদর্শন , বাকচাতুর্য্য প্রভৃতি সবই আছে এবং ছিলো , কিন্তু ক্ষেত্রনির্বাচনে তোমার ভুল হইয়াছিলো । ব্যবসা তোমার কাজ নহে , অতএব সে সংকল্প ত্যাগ করো । ও পথে গিয়া একবার তোমার পতন হইয়াছে , আবার যদি পড়ো তাহলে আর তোমাকে তোলা যাইবে না । তোমার দেহে কান্তি আছে , সৌষ্ঠব আছে , সর্বাঙ্গে তোমার লক্ষীশ্রী বিরাজ করিতেছে, তোমার অশেষ গুণ , তোমার বাক্য প্রাণস্পর্শী , তোমার মাথা হেলাইবার ভঙ্গী চমৎকার , তোমার বাহ্যজ্ঞান অসাধারণ এবং সুদ জমিয়াছে ঢের । শেষোক্ত দ্রব্যটিকে পরিশোধ অপরাপর সদগুণগুলি কাজে লাগাও । তুমি বিবাহ করো। আজকাল তোমার উপযুক্ত পাত্রী মিলিতেছে । এমন স্ত্রী গ্রহণ করিবে যে তোমাকে তুলিতে পারে । তোমার বয়স এখন ত্রিশ কিংবা তার কিছু বেশী , সুতরাং পাঁচ সাতটি বছর তুমি অকারণে জলে নিক্ষেপ করিয়াছ । বয়সের অপব্যয়টা স্মরণ করিয়ায় তৎপর হও । পুনশ্চঃ সুদ বাবদ তোমার নিকট হইতে এ পর্য্যন্ত একটি পয়সা ও পাই নাই। অথচ হ্যান্ডনোট দুইবার পরিবর্তন করিতে হইয়াছে । সুদাদি কিছু পরিশোধ করিবার সুবিধা হইবে কি ? তোমারে তাগিদ দিতে বাধ্য হই , ইহাতে আমার প্রাণে যেমন ব্যথা বাজে , তেমন বোধ করি তোমার ও বাজে না! তোমার বিশ্বস্ত অমুক ।” DRIVE