“Book Descriptions: সমাজে প্রচলিত কিছু শব্দ আছে যা মুখে আনতে লজ্জা লাগে, সমকামিতা তাদের একটি। শব্দটা যতটা না লজ্জার তার ব্যবহারিক রূপ তারচেয়ে জঘন্য ও ভয়ংকর। আমরা অনেকেই জানি, লুত (আঃ) জাতি যে পাপে ধ্বংস হয়েছিল তার একটি এই সমকামিতা। এই যুগেও নতুন করে কওমে লুতের সেই পাপ জেগে উঠেছে। আজ সমকামিতাকে পাপ মনে করা হয় না। সমকামীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করা হয়। বিজ্ঞান, দর্শন দিয়ে এর বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিজ্ঞান ও দর্শন কি ইসলামের মতো একে অভিশপ্ত মনে করে? আবার বাংলাদেশের মতো দেশে এর প্রভাবই বা কি? দেশে যে প্রকাশ্যে র্যালি বের হয় কাদের সাহায্যে হয়? সমকাম আর শিশুকামের মধ্যে কি সম্পর্ক? আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে? এই পাপ থেকে নিজেকে ও সমাজকে বাঁচানোর উপায় কি ? এই প্রশ্নগুলোর উত্তর জানতে পড়ুন "অভিশপ্ত রঙধনু"।” DRIVE