“Book Descriptions: মনে আছে সেই বাড়িটির কথা? যে বাড়িতে দিনের বেলাও জমে থাকে রাতের অন্ধকার? ওমা! এত জলদি ভুলে গেলেন? গত মাঘ মাসেই তো আপনি গেলেন সেই বাড়িতে।
জনশূন্য সেই বাড়ির চিলেকোঠায় ঢুকতেই অদ্ভুত এক ঘোরলাগা অনুভূতি সৃষ্টি হলো আপনার। বসে পড়লেন দেয়াল ঘেঁষে। একটা গা-ঘিনঘিনে বমি বমি ভাব হলো। প্রকাণ্ড স্থবিরতা গ্রাস করলো। আপনার মনে হচ্ছিলো- সারা পৃথিবীটা হয় ঘুমাচ্ছে, না হয় মরে গেছে। আপনি আর বসে থাকতে পারছিলেন না। শরীরে জোর ছিলো না। আস্তে করে শুয়ে পড়লেন মেঝেতে। চোখ বন্ধ করলেন।
তারপর কী হলো মনে আছে? গলার কাছে একটু উষ্ণ ছোঁয়া পেলেন আপনি। চোখ মেলে তাকাতেই হৃদপিণ্ড ঠান্ডা হয়ে এল ভয়ে। একটা বিরাট জন্তু ঝুঁকে এসে আপনার গলা চাটছে! আপনি ভয়ে আর নড়তে পারলেন না। চোখের পাতার ফাঁক দিয়ে দেখলেন এক দৈত্যাকার নেকড়ের জ্বল জ্বল করতে থাকা দুটো চোখ। খুলে রাখা মুখের মধ্যে চকচক করছে ধারালো সাদা দাঁত। গরম জান্তব ক্ষুরধার নিঃশ্বাস এসে পড়ছে আপনার উপর...
আচ্ছা, কী হয়েছিলো তারপর? বাকি গল্পটা বলুন না, প্লিজ!