“Book Descriptions: অভীক সরকারের গল্প মানেই তন্ত্র, বিভিন্ন তান্ত্রিক উপাচার, হিন্দু ও বৌদ্ধ দেবদেবী, দশ মহাবিদ্যা সব মিলিয়ে এক গা ছমছমে ব্যাপার। এই গল্প গোয়েন্দা বিষয়ক হলেও প্রেক্ষাপটে রয়েছে এক প্রাচীন পুঁথি । দার্জিলিং নিবাসী নারান জ্যাঠার হাতে আসে এক দুর্মূল্য পুঁথি যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। চর্যাপদ আর শ্রীকৃষ্ণকীর্তনের মধ্যবর্তী সময়ের মিসিং লিংক সহজিয়া বাংলায় লেখা বৌদ্ধ দেবতা চক্রসম্বরের উপাসনার পুঁথি। এদিকে কে বা কারা নারান জ্যাঠাকে হুমকি চিঠি দিয়েছে। তাই জ্যাঠা ডেকে পাঠালেন তার ভাইপো তাপস আর তার বন্ধু সুবোধকে যারা পুঁথির একটা ব্যবস্থা করবে। দার্জিলিংয়ে এসে তাদের সাথে আলাপ হল সরকারি রিটায়ার্ড আমলা দত্তবাবু, ইন্সপেক্টর গুরুং আর কিউরিও মালিক দেবাশীষ বণিকের সাথে। কদিন পরেই ঘটল এক খুন আর তারপরে কেউ জ্যাঠাকে কিডন্যাপ করল। তাপস আর সুবোধ জট ছাড়িয়ে কিভাবে রহস্যের সমাধান করবে সেটা জানার জন্য আপনাকে পড়তে হবে।” DRIVE