“Book Descriptions: প্যাস্টিশ লিখতে হলে, মূল লেখকের অরিজিনাল স্টাইলটি মেনে চলতেই হবে। তবে ফ্যান ফিকশন লিখতে গেলে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না। একটি সফল প্যাস্টিশ লেখার জন্য গবেষণা করা অত্যন্ত জরুরী। পাঠক হয়ে যখন তরতর করে বইটি পড়ে চলেছেন তখন এক কথা, আর যখন লেখকের জুতোয় পা গলিয়ে তাঁকে যথাযথ ভাবে অনুকরণ করে লেখার চেষ্টা করছেন সে আরেক কথা। কাজটি বলতে গেলে অপরিসীম কঠিনও। বাঙালি গোয়েন্দাদের মধ্যে অগ্রগণ্য হলেন ফেলুদা। ফেলুদাকে নিয়ে প্যাস্টিশ নেই, তবে ফ্যান ফিকশন আছে বেশ কিছু। ফেলুদার প্রথম গল্পের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে ‘টগবগ’ পত্রিকার উৎসব সংখ্যার (২০১৬) জন্য প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন ফেলুদা প্যাস্টিশ ‘রাজধানীতে তুলকালাম’। যা প্যাস্টিশ হিসেবে কলকাতার পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে। কলকাতার পর এবার বাংলাদেশে পুঁথি পুরাণ হতে প্রকাশিত হচ্ছে প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ফেলুদা প্যাস্টিশ ‘রাজধানীতে তুলকালাম’। থাকছে অভীক কুমার মৈত্র-এর চমৎকার সব ইলাস্ট্রেশান !
৪। প্রতিযোগিতা চলবে আগামি ১০ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত। ৫। পোস্টদাতাদের মধ্য থেকে দৈবচয়নে নির্বাচিত তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন বইটির এক কপি উপহার। ৬। বিজয়ী ইতিমধ্যে কোনো বুকশপে বইটি প্রি অর্ডার করে থাকলে, সেক্ষেত্রে বইটির মূল্য রিফান্ড করে দেওয়া হবে।
তাহলে ঝটপট লিখে ফেলুন আপনার পোস্ট আর অংশগ্রহণ করুন #টিপিএ_পুঁথিপুরাণ_ফেলুদা_প্যাস্টিশ_গিভঅ্যাওয়ে তে।” DRIVE