“Book Descriptions: আটের দশকে বাংলাদেশের খুলনা জেলার ভৈরব নদের ঘাট অঞ্চলে দীর্ঘ বছর রাজত্ব করেছিল এক নরপিশাচ। যার নাম এরশাদ শিকদার। শৈশবকাল তার আর পাঁচটা বাচ্চার মতো কাটে নি, ফলে বড় হয়ে সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর বিকৃতকাম, সাক্ষাৎ যম। মানুষকে নির্বিচারে হত্যা করা শুধু নয়, তাকে নানাভাবে যন্ত্রনা দিয়ে খুন করার পদ্ধতিগুলিও ছিল তেমনি ভয়াবহ। জীবদ্দশায় শতাধিক খুন, ধর্ষণ সহ আরো অনেক অসামাজিক কাজে লিপ্ত এরশাদ শিকদারের জীবনটি ছিল চূড়ান্ত নাটকীয়। এই কাহিনীর মূল চরিত্র কালো মন্ডল সেই এরশাদেরই ছায়া অবলম্বনে রচিত। লেখকের কলমে জীবন্ত হয়ে ওঠা কালো মন্ডলের কথা পাঠক পড়তে পড়তে বারবার শিহরিত হবেন এবং জানতে পারবেন মানুষরূপী এক ভয়ঙ্কর নরপিশাচকে।” DRIVE