“Book Descriptions: এক সাইকায়াট্রিস্ট, যে বিশ্বাস করে পৃথিবীর সব ঘটনারই ব্যাখ্যা আছে, অপ্রাকৃত বলে এ জগতে কিছুই হয় না। এক আধিদৈবিক চিকিৎসক, যে জানে এ পৃথিবীতে কোন ঘটনাই অবান্তর নয়। সে ঘটনার কোন ব্যাখ্যা থাক বা তা হোক ব্যাখ্যাতীত, কোন কিছুই বিচ্ছিন্ন ভাবে ঘটে না। প্রতিটি ঘটনার একটি উদ্দেশ্য আছে এবং তা যুক্ত আছে অন্য একটি ঘটনার সাথে। সেই উদ্দেশ্য কখনও বুদ্ধি দিয়ে জানা যায় আর কখনও তা সম্ভব হয় না। সুদীর্ঘ সময় ধরে ঘটে চলা কিছু আপাত বিচ্ছিন্ন অমানুষিক নৃশংস ঘটনা এই বিপরীতধর্মী দুই মানুষকে জড়িয়ে ফেলে একই সুতোয়। তাঁদের চোখে ধরা পড়তে থাকে সর্বনাশের এমন এক সূত্র, যা মানব ইতিহাসে ঘটে চলেছে হাজার হাজার বছর ধরে, যা বলা হয়েছে বারবার অথচ কেউ তা খেয়াল করতে পারছে না। অনাদিকালের বিশ্বাস ও অবিশ্বাসের সংগ্রাম এক নতুন মোড় নেয়, সূচনা হয় ধ্বংস ও মহাসর্বনাশের এক নব অধ্যায়।
Bengal Troika Publication থেকে প্রকাশিত নীলাঞ্জন মুখার্জ্জীর Mythological Horror, "শতী সহস্রাননা"। যার প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে আছে রহস্য, ইতিহাস, হত্যা, মিথ ও মাইথোলজির এক আশ্চর্য বর্ণনা যা পাঠককে শুরু থেকে শেষ অবধি চুম্বকের মতো টেনে রাখবে।” DRIVE