“Book Descriptions: 'দহন' শুধু বিশেষ এক বীরাঙ্গনার কাহিনী নয়, টালিগঞ্জ মেট্রো স্টেশনের চত্বরে চারজন যুবকের অশ্লীল থাবা থেকে এক গৃহবধূকে বাঁচাতে যে কিনা ঝাঁপিয়ে পড়েছিল দুষ্কৃতিদের উপর, থানা-পুলিস, কোর্ট কাছারী পর্যন্ত দৌড়ঝাঁপ করতেও যার দ্বিধা ছিল না, আবার, সাহসিকতার অভিনন্দনের রেশ ফুরোতে-না-ফুরোতেই যে কিনা সবিস্ময়ে আবিষ্কার করেছিল, কত ধরনের চাপ নিস্ক্রিয় আর তুচ্ছ করে দিতে উদ্যত নারীর এই প্রতিবাদ, এমন কি লাঞ্ছনাকেও| এ উপন্যাস একইসঙ্গে এই সময় আর এই সমাজে নারীস্বাধীনতার প্রকৃত চেহারাটাও উন্মোচন, নপুংশক ও ঠুনকো মূল্যবোধের বিশ্লেষণ| সাম্প্রতিক একটি ঘটনা এ কাহিনীর প্রেরণা| কিন্তু চরিত্রাবলী ও ঘটনাপরম্পরা কাল্পনিক|” DRIVE