“Book Descriptions: টুনি স্কুলের বারান্দায় বসে মাঠে ছেলেমেয়েদের দৌড়াদৌড়ি করে খেলতে দেখছিল। তার বয়সী ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি কিন্তু টুনি তাদের মাঝে নেই। কীভাবে কীভাবে জানি তার মাঝে একটা বড় মানুষ বড় মানুষ ভাব চলে এসেছে, তাই সে আর তার বয়সী ছেলেমেয়েদের সাথে। মাঠে দৌড়াদৌড়ি করতে পারে না। টিফিনের ছুটিতে বারান্দায় বসে বসে তাদের খেলতে দেখে--মাঝে মাঝে মনে হয় সেটাতেই বুঝি মজা বেশি। সূচিপত্র: * গুটলু * ফার্স্টবয় * সাপ * হারানাে চিঠি * জয়ন্ত কাকুর পেইন্টিং * কক্সবাজার ভূমিকা: একটি রােগ যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ক্রনিক রােগ! টুনটুনি এবং ছােটাচ্চুকে নিয়ে লেখালেখি দেখে মনে হচ্ছে এটাও বুঝি ক্রনিক রােগে রূপ নিচ্ছে। প্রত্যেক বছরই একটা করে বই লেখা হচ্ছে। এর পেছনে নিজের ইচ্ছা যেটুকু কাজ করছে পাঠকের চাপ কাজ করছে তার থেকে অনেক বেশি। আমাকে স্বীকার করতেই হবে কমবয়সী পাঠকেরা এই বইটি লেখা নিয়ে আমাকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। পরের বইয়ের নাম কী হতে পারে তারা সে ব্যাপারে নানা রকম পরমর্শ দিয়ে যাচ্ছে। তবে বইয়ের নাম নিয়ে পরামর্শ না দিয়ে কী নিয়ে লিখব সেই ব্যাপারে পরামর্শ দিলে আমার অনেক উপকার হতােড়কারণ মনে হচ্ছে সম্ভাব্য সব বিষয় নিয়ে এর মাঝে লিখে শেষ করে ফেলেছি! ভাগ্যিস টুনটুনি এবং ছােটাচ্চু কাল্পনিক চরিত্র, তা না হলে আমার উৎপাতে তারা এতদিনে দেশ ছেড়ে পালিয়ে যেতাে!” DRIVE