“Book Descriptions: আমাদের শিক্ষাব্যবস্থার কারণে মুসলমান হওয়া স্বত্তেও দেশের একশ্রেণীর মানুষ বিশেষত যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত (স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া) তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান তুলনামূলকভাবে কম।
এই দূর্বলতাকে সুযোগ হিসেবে নিয়েছে বাংলার মুক্তমনার ছদ্মবেশে থাকা নাস্তিক সম্প্রদায়।
ইসলাম সম্পর্কে নানারকম মিথ্যাচার রটিয়ে তারা ইসলাম সম্পর্কে কম জানা শিক্ষার্থীদের মন-মগজে সংশয়ের বীজ বপন করার চেষ্টা করছে। কিছুকিছু ক্ষেত্রে তারা এতোটাই সফল যে, ভার্সিটিতে আসার আগে যে ছেলে নামাজ পড়তো, গ্রেজুয়েশন কম্পলিট করার পর সে ছেলে তার বাবাকে নামাজ পড়তে দেখলে ঠাট্টা করে!
গ্রামের অনেক মানুষ তাই মনে করে যে, ভার্সিটিতে পড়লে ছেলেমেয়ে 'নাস্তিক' হয়ে যায়।
কিন্ত ভার্সিটিতে পড়লে যে নাস্তিক হয়ে যায়, এমন না। নাস্তিকতার পথে যারা পা বাড়ায় তাদের বেশিরভাগই ইসলাম সম্পর্কে না জানার কারণে নাস্তিকদের ফাঁদে পা বাড়ায়।
নাস্তিকরা যেসব ফাঁদ পেতে বসে তার মধ্যে কয়েকটার উত্তর দেবার চেষ্টা করেছে 'আর্গুমেন্টস অব আরজু' সিরিজের কাল্পনিক চরিত্র আরজু।
নাস্তিকদের উত্থাপিত এই প্রশ্নগুলোর জবাব দেবার চেষ্টা করেছে আরজু” DRIVE