“Book Descriptions: সবাই গল্প বলতে পারেনয়া। আমরা প্রায় সবাই গল্প বলতে পছন্দ করি। গল্প শুনতে পছন্দ করি। একদম গোমড়ামুখো মানুষও গল্পের সন্ধান পেলে উৎকর্ণ হয়ে গল্প শোনেন। কথা কম বললেও উপযুক্ত পরিবেশ পেল, স্বল্পবাকও সবাক সরব হয়ে উঠেন। গল্পে মেতে উঠেন। কারো গল্প দুয়েক বাক্যেই ফুরিয়ে যায়। আবার আরেকজন সেই একই গল্পকেই ইনিয়ে বিনিয়ে তিন মাইল লম্বা করে ফেলতে পারেন। একই গল্প শুনে কেউ হাসে, কেউবা কাঁদেও। পার্থক্য কোথায়? বলার ভঙ্গিতে! উচ্চারণ স্টাইলে। গল্প তো গল্পই! সত্য গল্প বা মিথ্যেগল্প বলে কিছু নেই! হাঁ, গল্পের বিষয়টাতে সত্য বা মিথ্যার মিশেল থাকতে পারে। খাদ থাকতে পারে। গাদ থাকতে পারে। কিন্তু বানানো গল্প থেকেও হীরে জহরতের ফসল তুলে আনা যায়। সেজন্য প্রয়োজন জহুরীর দৃষ্টিঅলা পাঠক। আপনি তো তাই!” DRIVE