“Book Descriptions: হঠাৎ করেই পরিচিত পৃথিবীটা পালটে যেতে থাকে কাজলের চোখের সামনে। নানাবাড়িতে কাজল আর তার মাকে রেখে বাবা চলে গেছেন যুদ্ধে। অসহনীয় এক জীবনে সে আটকা পড়ে। স্মৃতির পাতা উল্টিয়ে যেন নিজের ভেতরেই নিজেকে খুঁজতে থাকে কাজল। অবশেষে নানাভাইয়ের কাছে আশ্রয় চায় সে। তারপর?
তার হাতে উঠে আসে আশ্চর্য এক প্রদীপ। নানাভাইয়ের ভাষায় ঘিয়ের পিদিম।
সুগভীর কাহিনি, চিরপরিচিত চরিত্রদের উপস্থিতি আর চিত্ররূপময় বর্ণনা মিলিয়ে ঘিয়ের পিদিম হয়ে উঠেছে অনবদ্য এক কিশোর উপন্যাস। আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোরসাহিত্যে এই উপন্যাস আরো একটি উজ্জ্বল সংযোজন।” DRIVE