“Book Descriptions: ফ্ল্যাপে লেখা কিছু কথা শওকত অতিদ্রুত পেন্সিল টানছে। কোনো দিকেই তাকাচ্ছে না। অন্যদিকে তাকানোর সময় তার নেই।অনেক অনেক দিন পর তার মাথায় পুরনো ঝড় উঠেছে। কী ভয়ঙ্কর অথচ কী মধুর সেই ঝড়! ইমন একগাদা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে।বাবার হাতের পেন্সিল ভেঙ্গে যেতেই সে পেন্সিল এগিয়ে দিচ্ছে। তার খুব ইচ্ছা করছে পোট্রেটটা কেমন হচ্ছে উঁকি দিয়ে দেখতে। সেটা সম্ভব হচ্ছে না। তবে না দেখেও ইমন বুঝতে পারছে বাবা অসাধারণ একটা পোট্রেট আঁকছেন। নিমন্ত্রিত অতিথিরা সবাই শওকতকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে কৌতূহল এবং বিস্ময়। একটু দূরে আনিকা দাঁড়িয়ে। সে ক্রমাগত কাঁদছে। আনিকার পাশে জামাল বিব্রত মুখে দাঁড়িয়ে। আনিকা তার দিকে তাকিয়ে বলল, এইভাবে দেখ না ? আমার হাত ধর। না-কি হাত ধরতে লজ্জা লাগছে ? জামাল হাত ধরল। নিচু গলায় বলল, এত কাঁদছ কেন ?...........” DRIVE