“Book Descriptions: আফসার আমেদ (১৯৫৯) পনের-যােল বছর ধরে গল্প-উপন্যাসে তাঁর পাঠকদের নিয়ে চলেছেন নিত্যনতুন কাহিনীর অন্দরে। তাঁর কথা বলার স্বর প্রত্যেক লেখাতেই বদলে বদলে যায়। চেনাজানা ঘরসংসার তার স্বরে রূপকথায় অচেনা হয়ে ওঠে আর রূপকথা। হয়ে ওঠে ধরা-ছোঁয়ার এক আটপৌরে সংসার। তাঁর এই নতুনতম উপন্যাস ‘অলৌকিক দিনরাত’-এ গাঁয়ের এক হারানাে মানুষ ফিরে আসে অত সব প্রশ্ন নিয়ে। শবনমের স্বামীবিরহের দুঃখ ঘােচাতে সারাটা গাঁয়ের মানুষ আর আকাশবাতাস যেন ছটফট করে। ফলে, পরে যা ঘটবে, এই গাঁয়ে আগেই সে ঘটনা লােকের মুখের কথায় কথায় গল্প। হয়ে যায়। ফিরে আসার পরও তালিব আর শবনম বুঝে উঠতে পারে না, তারা দুজন দুজনকে ফিরে পেয়েছে কী পায়নি। সেটা বুঝে ওঠার আগেই তালিবকে আরাে একটা মুক্ত খুঁজতে বেরতে হয়।” DRIVE