“Book Descriptions: জগতে আলো অন্ধকারের মত, সত্য-মিথ্যার একটি লড়াই বিরাজমান ছিল, আছে এবং শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো শেষ হয়ে যায়নি এবং যাবে না। এগুলো নানান সমস্যে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে। 'ওটা মিথ্যা' 'ওটা অযৌক্তিক' 'ওটা অবিশ্বাস্য' 'ওটা অবৈজ্ঞানিক' 'ওটা কেবল অন্ধবিশ্বাস' এরকম নানা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তারা। তাদের মিথ্যাচার , যুক্তির অসারতা, অবিশ্বাসের দর্শন, পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগের বিপরীতে 'আরজ আলী সমীপে' হতে পারে একটি ভিন্ন মাত্রার সংযোজন।” DRIVE