“Book Descriptions: পর্যটন নগরী কক্সবাজারের বিচে পাওয়া গেল একটা লাশ। আর দশটা লাশের মতই শীতল, নিষ্ঠুর মৃত্যু তাকে ছুঁয়ে গেছে। কিন্তু ব্যতিক্রম, লাশের গোপন পকেট থেকে মিলল অচেনা ভাষায় লেখা দুটো শব্দ। খুন নাকি আত্মহত্যা? জানার চেষ্টা করতেই প্রাণ হারাল এই কেসের সাথে সংশ্লিষ্ট আরো একজন মানুষ, যে মানুষটা মৃত্যুর আগে সাহায্য চেয়েছিল প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি 'সিক্রেট শ্যাডো'র চিফ অফ অপারেশন্স মেজর সাইফ হাসানের।
মঞ্চে আবির্ভূত হলো মেজর সাইফ। সঙ্গে জুটে গেল এনএসআই'র লাস্যময়ী এক এজেন্ট। তদন্ত শুরু হতেই রোলার কোস্টার গতিতে ঘটতে লাগল একের পর এক পিলে চমকানো ঘটনা। শিঘ্রই সাইফ বুঝতে পারল, সাম্প্রতিক সময়ের মৃত্যুটার সাথে আশ্চর্য রকমের মিল আজ থেকে সত্তর বছর আগে পৃথিবীর অন্য এক প্রান্তে ঘটে যাওয়া আরেক মৃত্যুর। যে মৃত্যু আজও পৃথিবীর ইতিহাসে অন্যতম এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। এত সব কিছুর সাথে এক কুখ্যাত 'এসাসিন', পর্দার আড়ালে থাকা অসম্ভব ক্ষমতাধর কিছু মানুষ আর পৃথিবীখ্যাত এক কবির অমর কাব্যগ্রন্থের যোগাযোগটা কোথায়? কী পেতে হন্যে হয়ে আছে একদল মানুষ?
রহস্যের জট খুলতে মেজর সাইফ হাসান পাড়ি জমাল, যেখানে সত্তর বছর আগে জন্ম নিয়েছিল এ রহস্য। আসলেই কি তাই? নাকি এর উৎপত্তি হাজার বছর আগে? ইতিহাস, রহস্য আর শিহরণের এ যেন এক অগস্ত্যযাত্রা!” DRIVE