“Book Descriptions: নিজেকে এবং পারিপার্শ্বিককে ঘিরে সমস্ত কিছুকেই চ্যাপলিন দেখেছেন ব্যক্তির সীমানা ডিঙিয়ে এক গভীরতর অনুভূতি দিয়ে। তাঁর বস্তি, পথঘাট, মানুষ, সবই সেই অনুভূতির প্রতীক। তাই তাঁর বেদনাবোধটি নিতান্ত ব্যক্তিগত হয়েও যেন ব্যক্তির উর্ধ্বে এক বৃহত্তর অনুভূতির রাজ্যে সহজেই ছড়িয়ে পড়ে।আর এই অনুভূতিই চ্যাপলিনের শিল্পসৃষ্টির উৎস। সৃষ্টির এই মূল উপাদানটি চ্যাপলিন কুড়িয়ে পেয়েছেন তাঁর ছেলেবেলাকার দুঃসহ জীবনযাত্রার মধ্যে। এখানেই তিনি চিনেছেন দুঃখকে, দারিদ্র্যকে; রূঢ় বাস্তবের সাথে তাঁর নিবিড় পরিচয় ঘটেছে। আবার এই কঠিন জীবনযাত্রার মধ্যে খাঁটি সোনার মতো সাচ্চা প্রাণেরও হদিস তিনি পেয়েছেন লাঞ্চিত মানুষের ভিতরেই। এই বইতে সেই অনাড়ম্বর, অথচ বর্ণাঢ্য চ্যাপলিন রিক্ততার বক্ষ ভেদি আপনারে উন্মোচন করেছেন আরেক বিশ্রুত পরিচালকের জাদুকলমে। এক পরিচালকের কলমে অন্য এক পরিচালকের এমন স্মরণীয় রূপায়ণ সাহিত্যের ইতিহাসে রোজকার ঘটনা নয়।” DRIVE