“Book Descriptions: গুডরিডস ডট কম-এর রেটিং অনুযায়ী, এটি রহস্যরানির সেরা উপন্যাস। টাইম ম্যাগাযিন (সেপ্টেম্বর ১০, ২০১৫) বলছে, এটি ক্রিস্টির অবশ্য-পাঠ্য পাঁচটি উপন্যাসের একটি। কেন? ডেভনকোস্ট থেকে অনতিদূরের এক দ্বীপে জড়ো হয়েছেন তারা দশজন। আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে সেখানে। যিনি আমন্ত্রন জানিয়েছেন, তাকে ঠিকমতো চেনেন না কেউই। অতিথিদের প্রত্যেকেরই আছে গোপন আর খারাপ একটা অতীত। তাঁরা প্রত্যেকেই কোনও-না-কোনও কুকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এবং তাঁরা একে একে পরিণত হতে লাগলেন কোনও এক খুনির শিকারে। পালানোর কোনও উপায় নেই। ক্লু একটাই: যিনি মারা যাচ্ছেন, তিনি খুনি না। তা হলে ওই দ্বীপে হত্যাযজ্ঞ চালাচ্ছে কে? ...নৃশংস প্লট আর অনিশ্চয়তায় পূর্ণ ঘটনাপ্রবাহে হারিয়ে গিয়ে নিজেকে প্রশ্নটা করতে বাধ্য হবেন আপনি বার বার। এবং কাহিনির শেষভাগে এসে হতভম্ব না-হয়ে পারবেন না।” DRIVE