সময়কাল অষ্টাদশ শতাব্দী। নির্মিত হতে চলেছে ইলোরার সর্বশ্রেষ্ঠ সম্রাট অমোঘবর্ষর মূর্তি। প্রধান ভাস্কর শঙ্খপাল। সম্রাট আসবেন উন্মোচনে। এইসময়ে ঘনিয়ে এলো মহাদুর্যোগ।... শঙ্খপাল প্রবল দ্বন্দ্বের মুখোমুখি! যা সুন্দর, তাই কি সত্য?..
।। চাঁদবরের শেষ শ্লোক ।।
সময়কাল দ্বাদশ শতাব্দী। বন্দি হিন্দু রাজা অন্ধ পৃথ্বীরাজ। তাঁকে ভালোবেসে ফেলেছেন মহম্মদ ঘোরীর সভাকবি চাঁদবর। কিন্তু জীবনে তিনি তলোয়ার ধরেননি।কী করে মুক্ত করবেন অসহায় বন্ধু পৃথ্বীরাজকে?.... কি বলবেন তাঁর রচিত শেষ শ্লোকে?...
।। চন্দ্রভাগের চাঁদ ।।
ত্রয়োদশ শতাব্দী। কোনারকের সূর্য মন্দির নির্মাণ পর্ব শেষ হতে চলেছে। এই আশ্চর্য মন্দির নির্মাতা বারোশোজন শিল্পী-মজুরকে কি মৃত্যু দেবেন পুরীধামের মহারাজ নরসিংহদেব? তাদের কি এটাই ছিল শেষ প্রাপ্য! নাকি ঘটবে কোনো অলৌকিক ঘটনা?...
ভারত-ইতিহাসের পটভূমিতে তিনটি রোমাঞ্চকর কাহিনী, যার পরতে পরতে মিশে আছে মানবতার স্পর্শ।” DRIVE