“Book Descriptions: যাযাবরদের ক্যারাভান এটা। ঘুরে বেড়ায় এখানে ওখানে। কোনো গন্তব্য নেই। মেয়ে দুটো বড় হয়েছে যাযাবরদের এই তাবুতেই। একটা মেয়ে একটু ভাবুক। সূর্যের দিকে তাকিয়ে প্রায়ই ভাবে কোথায় যাচ্ছি? একদিন দলপতিদের কাছে গিয়ে বলল সে, ভুল পথে চলেছি আমরা। - প্রমাণ? - ওই যে সূর্যটা দেখুন। আর ওই যে তারাগুলো। - উহু, এটাই ঠিক পথ। এ পথেই আমাদের পূর্বপুরুষেরা ঘুরে বেড়াতেন। মেয়েটা উদভ্রান্তের মতো ঘুরল আরও কয়েকদিন ক্যারাভানটার সাথে। তারপর বুঝল এই নিরুদ্দেশ যাত্রা পরিণাম ভয়াবহ। এপথ ভুল পথ। সে জানে তার একটা নীড় আছে--কোথায় সেই নীড়? সেই নীড়ে ফেরার একটা পথ আছে। কোন সেই পথ? বিশাল দিগন্তে অভিযাত্রী দুই বোন। সংগ্রাম মুখর এক পর্যটন। কীভাবে ফিরেছিল তারা নীড়ে? ফেরার পরিক্রমায় স্বাগতম।” DRIVE