“Book Descriptions: মহাকাব্যিক আখ্যান 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাস প্রকাশের পর পরই বাংলার সামাজিক ইতিহাসের শিল্পরূপ ধারণের অনন্য প্রয়াস হিসেবে স্বীকৃতি অর্জন করে। উপন্যাসে সমাজের বিশাল বিস্তার ধারণের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক পরিবর্তনময়তার নিরিখে মানবিক হাসি-কান্না-আনন্দ-বেদনার রূপ মেলে ধরার চেষ্টা এখানে অর্জন করেছে সার্থকতা।
বিশ শতকের বড় অংশ জুড়ে যে জীবন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি শেষাবধি তার জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করলো অনাগত সেই মহান সংগ্রামের পদধ্বনি যেন শুনতে পাওয়া যায় এই কাহিনিতে। বাংলা উপন্যাসের ইতিহাসে এ-এক চিরায়ত সংযোজন, সবসময়ের সকল পাঠকের জন্য অবিস্মরণীয় পাঠ-অভিজ্ঞতা।” DRIVE