“Book Descriptions: পৃথক ঘরানার লেখক আবু জাফর শামসুদ্দীন রচনা করেছিলেন এপিকধর্মী উপন্যাস 'পদ্মা মেঘনা যমুনা' এবং 'ভাওয়াল গড়ের উপাখ্যান'। উনবিংশ শতকের শেষার্ধের পটভূমিকায় বাংলার এক বিশিষ্ট অঞ্চলের জীবনধারা তিনি সজীব করে তুলেছেন 'ভাওয়াল গড়ের উপাখ্যান' গ্রন্থে। ভারতে ব্রিটিশ শাসন যেসব পরিবর্তনময়তা বয়ে আনছিল তার মুখোমুখি হয়ে সমাজে সৃষ্ট আলোড়ন, প্রতিরোধ ও সংগ্রাম এখানে মূর্ত হয়েছে কাহিনীর বিস্তার ও ধারাবাহিকতায়। ঔপন্যাসিকের হাত ধরে পাঠক প্রবেশ করবেন ভাওয়াল গড়ের জীবনের গভীরে, অতীত জীবনযাত্রা জানবেন নিবিড়ভাবে এবং যুক্ত হবেন হাসি-কান্না, প্রেম-অপ্রেমের দোলাচলে মানবের চিরন্তন আকুতির সঙ্গে।” DRIVE