“Book Descriptions: ধূলিধূসর প্রাত্যহিকতা থেকে অনেক দূরে, রিখিয়ার স্তব্ধ নির্জনতায় ছবি আঁকার জগতে একাকী জীবনযাপন করছিলেন যে-শিল্পী, তাঁর হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত প্রতিহিংসার নীলাভ আগুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে সেই অগ্নিসঞ্জাত তীব্র দহনের কাহিনী|গোয়েন্দা পুলিশ অফিসার শবরের মুখ থেকে খবরটা শুনে শিল্পী সর্বজিৎ সরকার স্তম্ভিত হয়ে গেলেন। তাঁরই স্ত্রী ও দুই কন্যার দশটি বিভিন্ন ন্যুড ছবি কলকাতার একটি প্রদর্শনীতে দেখানো হচ্ছে। কে আঁকল এই সিরিজ? যদিও তাঁর পারিবারিক জীবন বিধ্বস্ত হয়ে গেছে, তবু স্বামী ও পিতা হিসেবে এ-কাজকরা সর্বজিতের পক্ষে অসম্ভব। তিনি সে-কথা জোর দিয়ে ঘোষণাও করলেন। তাহলে কোন্ সে শিল্পী? অবশ্য স্ত্রী ইরার দৃঢ় বিশ্বাস, প্রতিহিংসাপরায়ণ সর্বজিৎই এমন বিকৃত পথ বেছে নিয়ে তাদের হেয় করতে চেয়েছেন। আর্টকালেকটার সিংঘানিয়া ও চিত্র-সমালোচকদের ধারণা, ছবিগুলো সর্বজিতেরই আঁকা। হঠাৎ সিংঘানিয়া খুন হয়ে গেলেন। শবর আবার এল রিখিয়ায়। সেখানে রহস্যের পর্দা উঠল এক অবিশ্বাস্য চমকে। টানটান এই উপন্যাসে চিত্রিত জীবনের উল্টো পিঠের দুরন্ত ছবি।” DRIVE