“Book Descriptions: গুগুনোগুম্বারের সেই দেশের যেখানে সিম্বা মানে সিংহ, টোম্বো মানে হাতি, সেখানে কারও সঙ্গে দেখা হলে উত্তর-প্রত্যুত্তর হল জাম্বো-সিজাম্বো- সেই আফ্রিকার গভীর জঙ্গলের পটভূমিকায় বুদ্ধদেব গুহর চুম্বক-লাগানো কলমে নতুন গা শিরশিরে অভিযানের কাহিনী ‘রুআহা’। সেই রুদ্র, সেই ঋজুদা। শুধু নতুন এক সঙ্গিনী, তিতির সেন। নাম যতটা ফুরফুরে, মেয়েটি মোটেই সেরকম নয়। যেমন সাহসী, তেমনি চটপটে। তা ছাড়া, সারা ভারত রাইফেল শুটিং কমপিটিশনে ফার্স্ট। তা না হলে কি সঙ্গে নিত ঋজুদা? কেননা এবারের অভিযান আরও ঢের বেশি বিপদ-সংকুল। আগেরবার যে-ভুযুণ্ডা ঋজুদাকে আচমকা জখম করে পালিয়ে গিয়েছিল তার মুখোমুখি হয়ে বদলা নেবার পালা। খবর এসেছে, বহু অপরাধের নায়ক ভুষুণ্ডা আফ্রিকার পশু সম্পদ চোরাকারবারির এক চক্রর সঙ্গে যুক্ত। ফলে, প্রথম থেকেই জমজমাট ‘রুআহা’। এই তিনজনের আফ্রিকায় যাওয়া, ছদ্মবেশ ধরা, ভুষুণ্ডার মোকাবিলা ও নানান উত্তেজনাকর ঘটনায় জড়িয়ে পড়ার তুমুল রুদ্ধশ্বাস কাহিনী।” DRIVE