“Book Descriptions: একেবারে প্রথম পৃষ্ঠার শুরুতেই আমরা দেখা পাই এক সহজ সরল যুবকের। নাম তানভীর।ধনী বাবার একমাত্র সন্তান।আপাতদৃষ্টিতে নির্বিরোধী গোবেচারা টাইপের হলেও তার মধ্যকার ছাইচাপা আগুনের অস্তিত্ব আস্তে ধীরে প্রকাশ পায় উপন্যাসের ধারা বিবরণীতে। জেদ করে জীবনের প্রথম লোকাল বাসে উঠতে গিয়ে ছোটখাট এক্সিডেন্ট করে বসে তানভীর।পরিচয় হয় মেডিকেল পড়ুয়া ফারহা নাম্নী এক তরুণীর সঙ্গে।মায়াবতী এই তরুনীকে নিয়েই এগিয়ে যায় গল্প। সুতরাং এটা নিটোল প্রেমের গল্প হতেই পারত।কিন্তু হয়নি। চলমান জীবনের অবধারিত অধ্যায়, রাজনীতিও ঢুকে পড়ে গল্পের পাতায়।সমকালীন রাজনীতি কিভাবে এক তরুণ,তরুনীর জীবনে,তাদের পরিবারে,সর্বোপরি গোটা দেশে প্রভাব ফেলতে পারে,কিভাবে একটি আদর্শ বিপদগামী হতে পারে,কিভাবে একটি আদর্শকে বিপদগামী বলা হতে পারে সেই গল্পই বলা হয়েছে "প্রহর শেষে"য়। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘটনাবহুল একটি বছর ২০১৩।এই বছরের ৫ই ফেব্রুয়ারি থেকে ৫ই মে পর্যন্ত উত্তাল দিনগুলোই "প্রহর শেষে"র ক্যানভাস,এই ক্যানভাসেই লেখক এঁকেছেন "প্রহর শেষে"।আন্তরিকতা ছিল নিরপেক্ষতার রং ব্যবহারে। সুতরাং এটা হতে পারত রাজনীতির গল্পও।কিন্তু হয়নি। মজার চরিত্র ড্রাইভার শরীফ,পুষ্পকন্যা তারা,মেজাজি জামিল সাহেব কিংবা উচ্ছল কিশোরী তানহা খটমটে রাজনীতিকে বাগে এনে প্রহর শেষেকে আরো রঙ্গিন করে তোলে।” DRIVE