“Book Descriptions: কিছু মৃত্যু আছে যা মানুষকে মহান করে। ভালবাসতে শেখায় আদর্শকে। বাংলাদেশের ইতিহাসে কর্নেল তাহেরের মৃত্যুটিও এমনি একটি মৃত্যু। ক্ষুদিরামের ফাঁসির পরে উপমহাদেশে কর্নেল তাহেরের ফাঁসিই হলো সবচেয়ে চাঞ্চল্যকর ফাঁসি। বাংলাদেশের স্বাধীনতার মাত্র ৫ বছর পরে '৭৬ সালে বীর মুক্তিযোদ্ধা তাহেরের ফাঁসির ঘটনাটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে। কর্নেল তাহেরের আদর্শ সঠিক ছিল না ভুল ছিল তার বিচার করবে ইতিহাস। তবে ভুল-ভ্রান্তি, দুর্বলতা সত্ত্বেও এ কথা বিনা দ্বিধায় বলা যায়, বীর মুক্তিযোদ্ধা তাহের ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক। তাঁর সাহস তাঁকে পরিণত করেছিল কিংবদন্তীতে। ফাঁসির পূর্বেও তাঁর সাহসী কর্মকাণ্ড প্রেরণা যোগাবে ভবিষ্যৎ রাজনীতিবিদদের আদর্শের প্রতি সৎ থাকতে। দেশের প্রথম রাজনৈতিক ফাঁসিকে হাসিমুখে গ্রহণকারী তাহেরের নেতৃত্বে সংঘটিত ৭ নভেম্বরের অভ্যুত্থানের ফলাফল হিসেবে প্রতিক্রিয়াশীল চক্রের উত্থানকে চিহ্নিত করা গেলেও এ কথা ভাববার কোন কারণ নেই যে, ইচ্ছে করে এই চক্রকে অভ্যুত্থানকারীরা ক্ষমতায় বসিয়েছিলেন। তাহেরের জীবনের দিকে লক্ষ্য করলেই এর প্রমাণ পাওয়া যায়। তাই তাহেরের জীবন, ৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে পরবর্তী রাজনীতিবিদদের তাঁদের কর্মের দিকে এগোতে হবে। এ গ্রন্থে সত্যনিষ্ঠ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলি উদঘাটনের প্রচেষ্টা নেয়া হয়েছে- এ মৌলিক সত্যই আবার প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে, মানুষের মৃত্যুই তাঁর শেষ নয়।” DRIVE