“Book Descriptions: গল্প আবার সত্যি হয় নাকি? হয়, যদি সে গল্প হয় মানুষের, আর গল্পটার ভিত্তি যদি হয় বিজ্ঞানসম্মত বস্তুবাদী ইতিহাস। লৌকিক-দৈবিক, উচিত-অনুচিত, বিজ্ঞান-অপবিজ্ঞান, সৃষ্টি-ধ্বংস—সবকিছুর পেছনেই আমরা কেবল মানুষকে, মানুষ আর প্রকৃতির দ্বন্দ্বকেই দেখতে পেয়েছি। প্রকৃতির বুকে মানুষের সেই উদ্ভব বিবর্তন আর বিকাশের কথা সঠিকভাবে না বুঝলে মানুষকে নিয়ে কথা বলার জোর থাকে না সবসময়। কাজেই যথাসম্ভব পরিপূর্ণভাবে এসব বোঝার তাগিদ আমাদের বরাবরই ছিল।
পাঠকের এই তৃপ্তি মেটানোর জন্যই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই বইটি লেখা। গল্প বলার ভঙ্গিমায় প্রাঞ্জল ভাষায় লেখক বলে গেছেন মানুষের ইতিহাস।” DRIVE