“Book Descriptions: নিজে দারুণ শিকারী বুদ্ধদেব গুহ, আর তাই শিকারকাহিনি লেখাতেও যেন জুড়ি নেই তাঁর। জঙ্গলমহল একেবারে জ্যান্ত চেহারায় হাজির তাঁর লেখায়— তার মহিমা ও মাধুর্য, হিংস্রতা ও সারল্য, শব্দ ও নৈঃশব্দ্য এ নিয়ে অবিকল। বুদ্ধদেব গুহর শিকারকাহিনি মানেই স্বতন্ত্র স্বাদ। শুধু-যে ভারতীয় জঙ্গল নিয়েই লিখেছেন বুদ্ধদেব গুহ তা নয়, লিখেছেন সুদূর আফ্রিকার গহন আরণ্যক পটভূমিকাতেও। রহস্য-রোমাঞ্চে টানটান বুদ্ধদেব গুহর শিকারকাহিনির প্রধান নায়ক ঋজুদা। আর শিকারি ঋজুদার ক্ষুদে সাকরেদ শ্রীমান্রুদ্র, যার জবানিতে ঋজুদার যাবতীয় শিকারের অভিজ্ঞতা বর্ণিত। সেই ঋজুদা ও রুদ্রেরই সমূহ শিকারকাহিনি নিয়ে খণ্ডে-খণ্ডে বেরুচ্ছে ‘ঋজুদা সমগ্র’।
This volume includes four Rijuda novels. The list is 1. Gugunogumbarer Deshe. In the country of the Gugugunogumbars. This is the story of Rijuda and Rudra's encounter with poachers in African plains 2. Albino. This story surrounds mysterious deaths by in a villa. 3. Ru-Aha. 4. Ninikukarir Bagh. The Tiger of Ninikumari.