“Book Descriptions: মতিউর রহমান রেন্টু একজন মুক্তিযোদ্ধা। সম্ভবত তিনিই একমাত্র মুক্তিযোদ্ধা যাঁর মুক্তিযুদ্ধকালীন ভারত প্রবাসী সরকারের সনদ রয়েছে। এক সনদ মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষিত আছে।
৭১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া সনদে মতিউর রহমান রেন্টুকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা বিধান করতে বলা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ, লজ্জা ও ঘৃণার বিষয় তার নিরাপত্তা বিধানের পরিবর্তে, রাষ্ট্রের নির্বাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 'আমার ফাঁসি চাই' নামক বই লেখার কারণে বিনা বিচারে হত্যা করার পরিকল্পনা ও চেষ্টা করেছিলেন।
দয়াময় আল্লাহ পাকের কৃপায় দেহে চারটি বুলেট বিদ্ধ অবস্থায় পালিয়ে জীবন বাঁচানো এবং বিভীষিকাময় পলাতক জীবনের লোমহর্ষক বিশেষ বিশেষ বাস্তব কাহিনীর অবিশ্বাস্য শ্বাঁসরুদ্ধকর ঘটনাসমূহ নিয়েই মূলত রচিত হয়েছে এই 'অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী' গ্রন্থটি।” DRIVE