“Book Descriptions: অনেক অনেক আগে ছােট্ট একটা শজারু জন্ম নিয়েছিল এই পৃথিবীতে। মা তার নাম রেখেছিল চমক, এই বিশ্বাসে যে, জীবনের সবচাইতে চমক জাগানাে ব্যাপার হচ্ছে শজারুর জন্ম। ছােট্ট শজারু চমক বেরিয়ে পড়ে অভিযানে, আর সে অভিযানে তার মা তাকে উপহার হিসেবে দেয় দুটো বীজ আর রজনের একটা বল; সেই সঙ্গে দেয় এক ফোঁটা অশ্রু। পৃথিবীতে কারাে নিজের জায়গাটি খুঁজে নিতে এসব খুবই জরুরী। বাতাস মৃদু স্বরে গুনগুন করে ফিসফিসিয়ে শজারুকে বলে : নাও বাতাসের সুবাস; শােনাে, সে কী বলে; তিষ্ট ক্ষণকাল, নয়ত, জলদি যাও যে চলে। জিনিস হােক ছােট বড় বা, গুড়ি মেরে যাও কাছে, ব্যাঙের ছাতা, বেড়া, আর উঁচু উঁচু গাছ আছে। আর কী কী চাই তােমার? এখুনি, নাকি পরে হলেও চলে?” DRIVE