“Book Descriptions: পাহাড় ও জঙ্গলের মধ্যে এক ছোট্ট করদরাজ্য, চন্দ্রগিরি। সেখানকার রাজা যশদেব। স্ত্রী রুকমিণীর গর্ভে সন্তান না-আসায় দ্বিতীয় বার বিবাহ করলেন যশদেব। দ্বিতীয় স্ত্রী বিন্দুমতী যখন পূর্ণ সন্তানসম্ভবা, প্রথম রানীও গর্ভবতী হলেন হঠাৎ। এখান থেকেই গোলমালের সূত্রপাত। রাজা যশদেবের মৃত্যুর পর বড়ছেলে কান্তিলালকে তাঁর ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে চাইলেন বড়রানী আর তাঁর উচ্ছৃঙ্খল পুত্র পিনাকীলাল। কান্তিলালকে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্তহ ল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে পালিয়ে বেড়াতে লাগলেন কান্তিলাল। এইসময়েই কান্তিলালের সঙ্গে দেখা হল রাজারামের। নিতান্ত রাস্তার এক লোক, অথচ তাঁর চেহারা অবিকল কান্তিলালের মতো। রাজারামকেই বড়রাজকুমার সাজিয়ে চন্দ্রগিরিতে পাঠানোর মতলব আঁটলেন কান্তিলাল ও চন্দ্রগিরির পুরনো এক দেওয়ান। প্রাণসংশয় জেনে ওটা কার লোভে রাজি হল রাজারাম। তারপর? উৎকণ্ঠা আর উত্তেজনায় ভরা এক অনবদ্য রোমান্স— ‘চন্দ্রগিরির রাজকাহিনী’। পরিণত লেখকের কুশলী কলমে শেষ পৃষ্ঠা পর্যন্ত শ্বাসরুদ্ধকর এক উপাখ্যান।” DRIVE