“Book Descriptions: জিনা। পাখির মতো আকাশচারিণী জিনা। আশায় ভরপুর। কল্পনাপ্রবণ কোনও মালিন্য যেন তাকে কখনও স্পর্শ করেনি। জিনার বিয়ে হল মস্ত বড় চাকুরে নিখিলের সঙ্গে। শ্বশুর কল্যাণ বাবুর সংসারে ছোট বউমা হয়ে এল জিনা। কিন্তু বিয়ের পর তার সময় যেন কাটতেই চায়না। নিখিলের মনের মানচিত্র তার চেয়ে সম্পূর্ণ আলাদা। সময় কাটানোর জন্য কলেজের বান্ধবী মুকুট ও তার স্বামী ঋত্বিকের সংসর্গে জিনা নিজেকে জড়িয়ে নিল সমাজসেবায়। রেডলাইট এলাকায় যৌনকর্মীদের ছেলেমেয়ে পড়ানোর কাজ। এই কাজে জিনা পেয়ে গেল শ্বশুর আর বড়জা মল্লিকার সক্রিয় সহযোগিতা। জিনার এখন সারাক্ষণের চিন্তা—অন্ধকারে তলিয়ে যাওয়া মেয়েগুলো এবং তাদের সন্তানদের মুক্তির উপায় কী। সন্তানহীনা জিনার জীবন, মাধুর্যে ভরিয়ে তুলল এক যৌনকর্মীর ছোট্ট ছেলে কুটুস। নিখিলের সঙ্গে তার মৃত কল্পসুখহীন দাম্পত্যজীবনে এইসময় হঠাৎ নেমে এল আকস্মিক বজ্রাঘাত। সোনাগাছির যৌনকর্মী এবং ওদের কাজের সহযোগী বনমালার ঘরে জিনা আবিষ্কার করল ও-পাড়ার ফটিকবাবু ওরফে নিখিলকে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনা। জীবনটা এখন তার কাছে এক জ্বলন্ত বিভীষিকা, দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন থেকে কীভাবে জেগে উঠবে জিনা? ব্যক্তি এবং তার বহুকৌণিক জটিলতা, সমাজ-সমস্যা ও সংকটের ঘাত-প্রতিঘাত নিয়ে এক দুঃসাহসিক উপন্যাস ‘খারাপ ছেলে’।” DRIVE