“Book Descriptions: লেখকের ভালো নাম তপু রহমান। তার মানে এই না যে উদাস খারাপ নাম। চরম উদাস আসল নামের চেয়েও বেশি ভালো, বেশি আসল নাম। এক দশক পূর্বে অন্যদিন, সাপ্তাহিক ২০০০ থেকে শুরু করে নানা পত্রপত্রিকায় লেখকের ছোট গল্প, প্রবন্ধ ছাপা হয়েছে। গল্প লিখে সোনা পেয়েছেন (আট ভরি) একথা লেখক গর্ব করে বলে বেড়াতে পছন্দ করেন। যদিও বাল্যকালের সেইসব গল্পগুলিকে মাটিচাপা দিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন লেখা ছোত গল্প নিয়ে চ্যানেল আইতে মর্মান্তিক একখানা প্রেমের নাটকও তৈরি হয়েছে সেই কথা মনে করে লেখক লজ্জায় মাটির সাথে মিশে যেতে চান।
লেখক হিসেবে মূল পরিচিতি সচলায়তন ব্লগে লেখালেখি করে। মাঝখানে টানা আট নয় বছর আলসেমির কারণে লেখক কোন কিছু না লিখে চরম উদাস হয়ে দিন কাটিয়েছেন। তারপর হঠাৎ একদিন সচলায়তনে রম্যরচনা 'জগাখিচুড়ি' দিয়ে চরম উদাস নামে নতুন করে লেখক পুনর্জন্মের শুরু। একে একে এরপরে 'জগাখিচুড়ি' ও 'এসো নিজে করি' সিরিজ হিসেবে লিখে রম্যের ফাঁকে ফাঁকে সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেছেন। লিখছেন স্যাটায়ারধর্মী নানা ছোটগল্প।” DRIVE