“Book Descriptions: পথের মাঝে পথ থাকে, মত থাকে, ঘটনা থাকে, দূর্ঘটনা থাকে। আর থাকে গল্প। গল্প থাকে পুরোনো ইমারতের গায়ে, বীরের সৌধের উপরে, নাম না জানা ধ্বংসস্তুপের নিচে। কখনো শত বছরের পুরোনো, কখনো হাজার বছরের প্রাচীন। কখনো লোকের মুখে, কখনো পুরোনো পুঁথির অক্ষরে। কাজের প্রয়োজনে হোক বা নিতান্তই শখে, দেশ-বিদেশ ঘুরতে গিয়ে আমি সেই গল্পগুলোকেই খুঁজি। তুলে আনি পুরোনো নোনা ধরা দেয়ালের শরীর কিংবা ভুলে যাওয়া ধ্বংসস্তুপের নিচ থেকে। তুলে আনি লোকের মুখ থেকে গল্পচ্ছলে কিংবা পুরোনো বইয়ের অক্ষর থেকে পড়তে পড়তে। ঘুরতে গিয়ে পথে পথে কুঁড়িয়ে পাওয়া আমার সেই 'পথের গল্প' গুলোরই সংস্করণ এই বইখানি। আপনি যদি আমার মতো পথিক এবং গল্পপ্রিয় হয়ে থাকেন, তবে আপনারও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তবে ভালো না লাগলে কথক হিসাবে ব্যর্থতা আগেই মাথা পেতে নিলাম।” DRIVE