“Book Descriptions: কঠোর নিয়মানুবর্তিতা, অমানুষিক পরিশ্রম, অবর্ণনীয় শারীরিক নির্যাতন সহ্য করে তৈরি এক কমান্ডো। বাঙালী এক যুবক কখনও নেমেছে উত্তাল সাগরে, কখনও অসীম নীলাকাশ থেকে ঝাঁপিয়ে পড়েছে নিচে, কখনও তুষারাবৃত পর্বত-শৃঙ্গে লড়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা। নিজের চামড়া পোড়ার গন্ধে সে চমকে উঠেছে, কখনও কুলকুচি করেছে বিষ্টাময় দুর্গন্ধময় পানি দিয়ে, ক্ষুধার তাড়নায় খেয়েছে কুকুরের মাংস। সে এক বিচিত্র অভিজ্ঞতা।
তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় কমান্ডো ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন আনোয়ার হোসেন ছিলেন এক দুঃসাহসী চৌকষ অফিসার। 'হেল কমান্ডো' মূলত তাঁর সৈনিক জীবনের কাহিনি নিয়েই রচিত।” DRIVE