“Book Descriptions: হাসপাতাল জীবন বরাবরই কৌতূহলী করেছে লেখকদের। হাসপাতালে আছে জীবন-মৃত্যুর লড়াই, আছে আশা-নিরাশার নাগরদোলা, আছে নাটকীয়তা। হাসপাতাল কারো জন্য হয়ে উঠেছে নিরাময়ের পবিত্র তীর্থ, কারো জন্য বিভীষিকার অন্ধকূপ। বিশ্বসাহিত্যের বিখ্যাত অনেক গল্প, উপন্যাস লেখা হয়েছে হাসপাতাল-জীবনকে কেন্দ্র করে। হাসপাতাল আধুনিক সমাজের অন্যতম জটিল একটি প্রতিষ্ঠানও বটে। ফলে সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানীরাও হাসপাতাল বিষয়ে কৌতূহলী হয়েছেন। হাসপাতালের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মাত্রাগুলো নিয়ে গবেষণা করেছেন তাঁরা। শাহাদুজ্জামান একাধারে চিকিৎসা-নৃবিজ্ঞানী এবং কথাসাহিত্যিক। তিনি বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের ওপর একটি নৃবৈজ্ঞানিক গবেষণা করেছেন। সেই গবেষণার ভিত্তিতে লেখা এই বইতে উঠে এসেছে বাংলাদেশের একটি হাসপাতালের ভেতরকার বিচিত্র বাস্তব চিত্র।” DRIVE