“Book Descriptions: রতনলাল বাঁড়ুজ্যে সৎ ও রাশভারী মানুষ বলে সবাই ভয় খায়, এমনকি বাড়ির মানুষরাও তাঁর মুখে মুখে কথা বলার সাহস রাখে না। নাতি হাবুল অবশ্য তাঁকে ভয় আর ভক্তি দুই-ই করে। দাদু তাকে অনেককিছু শিখিয়েছেন, একজন চরিত্রবান আর স্বাধীনচেতা মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তারা অনেক টাকাপয়সার মালিক হলেও দাদু কখনো বিলাসিতা করেননি কিংবা বাকিদেরও করতে দেননি। কিন্তু ভাগ্যচক্রে দাদুকেও পড়তে হলো এক কঠিন বাস্তবতার সামনে। অনেককাল আগের এক উদ্ভট ঘটনার জের ধরে হাবুলদের সব সুখস্বাচ্ছন্দ্য আর ধনসম্পত্তি শূন্য হয়ে যাবার উপক্রম হলো।” DRIVE