“Book Descriptions: রেল স্টেশনের নাম "সোহাগী"। শুরুটা হয় ঠিক এখানেই।
রিটায়ার্ড আইজি ওসমান সাহেব। তাঁর স্ত্রী, দুই মেয়ে নিশাত, দিলু ও নিশাতের শিশুকন্যাকে নিয়ে এসেছেন নীলগঞ্জ ডাকবাংলোতে, ছুটি কাটাতে।
তাঁদের সাথে আছে দুইজন যুবক।
প্রথমজন জামিল। পরিবারের খুব কাছের একজন। হাসিখুশি আমুদে লোক।
অন্য জন দূরসম্পর্কের আত্নীয় সাব্বির। প্রবাসী এই যুবকের ধ্যানজ্ঞান ফটোগ্রাফি।
নিশাত অসম্ভব রুপবতী এক মেয়ে। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারায় সে। নিশাতের মতে তার স্বামী কবির এমন ছেলে, যে কিনা পৃথিবীর যে-কোনো মেয়েকে বিয়ে করেই সুখী হতো। এই সব ছেলেদের সুখী হওয়ার ক্ষমতা অসাধারণ। কিন্তু নিশাত সুখী হতে পারেনি। কেনো পারেনি?
দিলুর বয়স চৌদ্দ বা পনেরো। এই বয়সে চেনা মেয়েগুলিকেও অচেনা লাগে। বড় বেশি আবেগী মেয়ে সে। অল্পতেই চোখে আসে জল। এই জল কার জন্য?
ডাকবাংলোতে আসার পর থেকেই দিলু জামিলের প্রতি অন্যরকম এক আবেগ অনুভব করতে থাকে। এদিকে ফটোগ্রাফার সাব্বিরের পছন্দ হয় নিশাতকে। কিন্তু নিশাতের মন পড়ে আছে অন্য একজনের কাছে। নানা ঘাত প্রতিঘাতের মাঝে কাহিনী এগিয়ে যায় তার অবশ্যম্ভাবী পরিণতির দিকে...” DRIVE