“Book Descriptions: রাঘব চৌধুরী বড়লোক হলে কী হয়, ভারী খামখেয়ালি মানুষ। লাখো-লাখো টাকা কামান বটে, কিন্তু লোকটার বাস্তববুদ্ধির একটু অভাব আছে। বাড়ির লাগোয়া একটা ব্যারাকবাড়ি করে রেখেছেন রাঘববাবু, কম করেও পঁচিশ-ত্রিশখানা ঘরে নানারকম লোক থাকে। বেশিরভাগই নিষ্কর্মা, কারও কারও নানা বাই-বাতিক, কেউ কেউ ভণ্ডুলকর্মা। একদিন রাঘববাবুর আশ্রয়ে নতুন এক লোক এসে হাজির হলো। আকারে সে পেল্লায়, স্বভাবে গোঁয়ার ও অসভ্য। রাঘববাবু ছাড়া বাড়ির সবাই লোকটাকে নিয়ে বেশ তটস্থ, কিন্তু বাড়ির পুরুতমশাই নন্দলালকে লোকটা বিশেষভাবে ভাবিয়ে তুলল। একে তিনি কোথায় যেন দেখেছেন।” DRIVE