“Book Descriptions: স্বাধীনতা যুদ্ধের অকৃত্রিম বন্ধু অ্যান্থনি মাসকারেনহাস ছিলেন একজন পাকিস্তানি সাংবাদিক। ১৯৭১ সালে তিনি করাচির দ্য মর্নিং নিউজ'র সহ-সম্পাদক ও যুক্তরাজ্যভিত্তিক দ্য সানডে টাইমস'র পাকিস্তান প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধচলাকালীন ১৪ এপ্রিল যে আট জন সাংবাদিককে সরকারিভাবে যুদ্ধ-বিধ্বস্ত পূর্ব পাকিস্তানে পাঠানো হয়, তিনি ছিলেন তাঁদের একজন। উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এমন প্রতিবেদন তৈরি করা। অথচ তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করলেন ভয়াবহ হত্যাযজ্ঞ-যা তাঁকে অত্যন্ত ক্ষুব্ধ, চিন্তিত ও বিষণ্ণ করে তুলেছিল। কিছুদিন বিচলিত থেকে অবশেষে সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন। পরিবার ও নিজের জীবন বিপন্ন করে, দেশে স্থাবর-অস্থাবর সম্পদ ফেলে পশ্চিম পাকিস্তানি শাসকদের চোখে ধুলো দিয়ে লন্ডনে পৌঁছান। এরপর ১৩ জুন ১৯৭১ দ্য সানডে টাইমসে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় তাঁর দুনিয়া কাঁপানো প্রতিবেদন- গণহত্যা (GENOCIDE)। যে প্রতিবেদন বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও নৃশংসতার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ।” DRIVE