“Book Descriptions: শুধু একজন -সেটি কে রাতুল জানে না, জাহাজের ছাদ থেকে প্রায় উড়ে গিয়ে সমুদ্রের পানিতে পড়েছে। রাতুল ছুটে গিয়ে দেখল বাচ্চাটি আতঙ্কে চিৎকার করতে করতে সমুদ্রের নীল পানিতে ডুবে গেল।
রাতুল চিন্তা করার জন্য কোনো সময় নিল না। হাতের গিটারটি নিচে ফেলে জাহাজের ছাদ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ল।
জাহাজ থেকে অনেকে চিৎকার করছে কিন্তু তার সেগুলো শোনার সময় নেই। সামনে পানিতে একটুখানি আলোড়ন দেখতে পেয়ে সে আবার ডুব দিয়ে এগিয়ে যায়। স্বচ্ছ পানিতে অনেক ডুব দূর দেখা যায়। কিন্তু কোথাও বাচ্চাটির চিহ্ন নেই। রাতুল বুকে সাঁতার কেটে আরও একটু এগিয়ে গেল আর তখন সে বাচ্চাটিকে দেখতে পেল, হাত-পা নাড়তে নাড়তে সে ডুবে যাচ্ছে।
ভূমিকা: আমি বাচ্চা কাচ্চাদের জন্য লিখি। যারা একটু বড় হয়ে কলেজে বিশ্ববিদ্যালয় পা দিয়েছে তারা মাঝে মাঝেই আমাকে বলে তাদের জন্য লিখতে। এই বইটি তাদের জন্যো লেখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমার সন্দেহ হচ্ছে বইটি পড়ে এই পাঠকেরা হতাশ ভাবে মাথা নেড়ে বলবে, এটি আমাদের উপযোগী নয়, এটি ছেলেমানুষী লেখা-বাচ্চা কাচ্চাদের জন্যে।
বাচ্চা কাচ্চাদের প্রতিবাদ করে বলবে, এটি মোটেও আমাদের জন্যে নয়!