“Book Descriptions: তিহাস ও কল্পনা এই দুইয়ে মিলিয়ে এক অনন্য এবং অসাধারন উপন্যাস এই প্রথম আলো।। সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অসাধারন সৃষ্টি এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস ।যদিও অনেক বড় বই কিন্তু বইটির প্রতিটি পাতা যেন ইতিহাসের ছায়া। ঐতিহাসিক উপন্যাস লিখতে গিয়ে যেন তিনি বইটিকেই ইতিহাসের অংশ করে রেখে গেছেন।
একদিকে কলকাতায় ঠাকুর পরিবার এবং রবীন্দ্রনাথ, একদিকে রামকৃষ্ণ পরমহংস এবং তাঁর শিষ্য নরেন্দ্রনাথ (স্বামী বিবেকানন্দ) এবং অন্যদিকে ত্রিপুরার রাজপরিবার এই তিনটি পৃথক অংশকে তিনি এক সুতাতে গেঁথেছেন । প্রথম পত্রে রবিন্দ্রনাথ ,কাদম্বরী দেবী এবং ঠাকুর পরিবারের অসংখ্য অজানা বিষয় , রামকৃষ্ণ পরমহংসের জীবনধারা ছাড়াও রয়েছে তৎকালীন ত্রিপুরার(কুমিল্লা) রাজা বীর মাণিক্যে ও তাঁর পরিবারের নানা কথা । তবে উপন্যাসের মূল চরিত্র হিসেবে রয়েছে দু'টি কাল্পনিক চরিত্র "ভরত ও ভূমিসুতা" এবং তাঁদের মধে প্রনয়ের নানা বাধা-বিপত্তি।
যারা আমার মত রবীন্দ্রনাথের ভক্ত এবং তাঁর সম্পর্কে জানতে চান তারা দেরি না করে আজই পড়ে ফেলুন,আর ভক্ত না হলে কাল-পরশু পড়লেও চলবে কিন্তু পড়ুন ।” DRIVE