“Book Descriptions: ‘শীতকালে তখন মাঝে মাঝে দুপুরের খাবার খেতে ছাদে উঠতাম। উত্তরে গরমে গরম বেশি, শীতে শীত। নিচে তখন হাড় কাঁপে । দুপুরেও। ছাদে রোদ থাকলে সপ পেতে খাবারের আয়োজন...'
বাংলা ছোটোগল্পের ইতিহাসে আবির্ভূত হওয়ামাত্রই পাঠকের দৃষ্টি কেড়েছেন এমন গল্পকারের সংখ্যা হাতেগোনা। এই স্বল্পসংখ্যক গল্পকারের মধ্যে অন্যতম এক নাম আহমেদ খান হীরক। বিষয়বস্তু কিংবা বর্ণনাশৈলীতে তাঁর গল্প গতানুগতিক ধারার বাইরে অবস্থান নেয়। সূক্ষ্ম রসবোধ ছড়িয়ে তিনি পাঠককে টেনে নেন গল্পের গভীরে । প্রচলিত এবং অপ্রচলিত বিষয়ের ভেতর দিয়ে অনায়াসে তিনি পৌঁছে যান গল্পের চূড়ান্ত সীমায় । পাঠকের ভাবনায় থেকে যায় বিস্ময়ের অনুরণন ।
হীরকের জাদু-কলমে লেখা পঞ্চাশটি ছোটোগল্প আর অণুগল্প মিলিয়ে এই গল্পগ্রন্থ একটা রোদের গল্প । প্রতিটি গল্পই যেন ছড়াচ্ছে হীরকদ্যুতি ।” DRIVE