“Book Descriptions: মুহিব দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকে। তার বয়স পঞ্চাশ। অবিবাহিত, একাকী জীবনযাপন করে। দীর্ঘদিন আগে সে একবার বিয়ে করেছিল। সংসার জীবন শুরু করার আগেই সে বউ পালিয়েছে। হেমন্তের এক সকালে মুহিব বসে আছে বারান্দায়। তার হাতে একটি সিগারেট। ঠিক সকাল এগারোটায় সে সিগারেটটি ধরাবে। এগারোটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আছে। পাঁচ মিনিট পার হয়েছে। মুহিব সিগারেট ধরাতে যাবে, তখনই তার মোবাইলে একটি ফোন এলো । অচেনা একজন ফোনটি করেছে । বড়ো রহস্যময় সেই ফোন। মুহিব তখনো জানে না, এই ফোন তার জীবনের গতিপথ বদলে দেবে। কেবলই রাত হয়ে যায়— এমনই এক আখ্যান, আমেরিকায় কয়েকজন মানুষের হাসি-আনন্দ, দুঃখ-বেদনার ইতিহাস। কোনো সুখী মানুষ যেন এই বইটি ভুলেও স্পর্শ না করেন, লেখক আশীফ এন্তাজ রবি, এমন সতর্কবার্তা দিয়েছেন উপন্যাসটির ব্যাপারে।” DRIVE